কাউনিয়ায় হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ ও দোয়া মাহফিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নেমাতা লাকা ওয়াল মুলক, লা-শারীকালাক, এই মূল মন্ত্রে কাউনিয়া উপজেলা হাজ্বী কল্যান সংস্থার আয়োজনে সোমবার দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ ২০২৪ ও দোয়া মাহফিল বড়ুয়াহাট আরাফাতিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা হাজ্বী কল্যান সংস্থার সভাপতি ও কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাঃ বায়েজীদ হোসাইন, অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব নাজির আহমেদ, নিজপাড়া হজ্ব ও ওমরা প্রশিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান, মাহিগঞ্জ আফানুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কুর্শা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ হোসেন সরকার, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন আলহাজ্ব প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, আলহাজ্ব আব্দুল হক, আলহাজ্ব মোঃ মজিবর রহমান, আলহাজ¦ হাবীবুর রহমান, আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আমজাদ হোসেন সরকার, আলহাজ্ব হাবুল হোসেন সরকার, আলহাজ্ব আঃ বাতেন প্রমূখ। সমাবেশে উপজেলার পুরাতন ও নতুন হজে¦ যাবেন যারা প্রায় তিন শতাধিক হাজ্বী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ও অসুস্থ হাজ্বীদের জন্য দোয়া করা হয়।