https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৫

কাউনিয়ায় সড়ক ও জনপথের যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ

কর্তৃপক্ষ নিরব দর্শক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুড়িগ্রাম বাস স্টান্ডের একমাত্র যাত্রী ছাউনিটি দখল করে দোকান নির্মাণ করে ব্যাবসা পরিচালনা করছেন প্রভাবশালী মহল। কর্তপক্ষ নিরব দর্শক। সরেজমিনে রংপুর কৃড়িগ্রাম মহাসড়কে কুড়িগ্রাম বাস স্টান্ডে এরশাদ আমলে উপজেলা পরিষদের অর্থায়নে একমাত্র যাত্রী ছাউনি যা বর্তমানে ব্যবহার অনুপযোগি হয়ে পরেছে সেই যাত্রী ছাউনিটি দখল করে দোকান নির্মাণ করে ব্যাবসা পরিচালনা করছেন প্রভাবশালী মহল। এলাকাবাসী ও বাস যাত্রী সাধারন বহুবার উপজেলা পরিষদ ও সড়ক ও জনপদ বিভাগে জনপ্রতিনিধিদের মাধ্যে যাত্রী ছাউনিটি সংস্থার করার আবেদন নিবেন করেও কোন ফল হয়নি। বর্তমানে যাত্রী ছাউনিটি বেদখল হয়েগেছে। সড়ক ও জনপদ বিভাগের লাখ টাকা মূল্যের জমি দখল করে নির্মাণ করা হয়েছে ২টি দোকান। উপজেলার তালুকদার মার্কেট কাচা বাজারের পাশে সড়কের পাশর্^বর্তী স্থানে যাত্রী ছাউনিটি দখল করে দোকান কারা হয়েছে। সড়ক ও জনপথের জমি দখল করে দোকান ঘর তৈরী করলেও তা বন্ধে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি। অপরদিকে রংপুর-কুড়িগ্রাম মহাড়কের উভয় পাশে জমি দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন প্রভাবশালীরা। নামপ্রকাষে অনিচ্ছুক দোকানদার জানান, যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ঘরে ব্যবহার হয় না, তাই দোকান করে জীবিকা নির্বাহ করছি। সওজের জমির যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণের বিষয়ে জানতে চাইলে রংপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, কাউনিয়ায় যাত্রী ছাউনি দখলের বিষয়টি জানলাম, তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জবরদখল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো..