কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র সাধু লিচু বাগান এলাকার শাহ আলম মিয়ার পুত্র কাজল প্রামানিক (১০) কে প্রতিপক্ষ একই এলাকার হৃদয় মিয়া (২২) তাকে হাত বেঁধে বেধরক মারপিট করে অজ্ঞান হয়ে পরলে তাকে মানাসনদীর পাড়ে ফেলে দিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।
থানায় লিখিত অভিযোগে জানাগেছে, সাজু মিয়ার নার্সারীতে ঘুঘু পাখির বাসায় ঢিল মারাকে কেন্দ্র করে হৃদয় মিয়া (২২) কাজল কে ধরে দড়ি দিয়ে হাত বেঁধে বেধরক মারপিট করে অজ্ঞান হয়ে পড়লে তাকে পাশের মানাস নদীর পারে ফেলে দিয়ে আসে। নদীর পাড়ে হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এলাকার নাঈম দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন এসে কাজল কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করে জ্ঞান ফিরে আসে। পরে এব্যাপারে শাহ আলম মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাজল প্রামানিক কে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।