https://www.a1news24.com
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮

কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। উপজেলা ক্যাম্পাসে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আলিমুল রেজ্জ্বা খান জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট্য সমবায়ী সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুস ছালাম, কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা, আমবাগান ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মনিফুল ইসলাম, বিন্দু থেকে সিন্ধু সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদ প্রমূখ।

আরো..