https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:২১

কাউনিয়ায় মুয়াজ্জিন কর্তৃক শিক্ষার্থী ধর্ষন : ধর্ষক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় মুয়াজ্জিন কর্তৃক সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষক মিজানুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের বাসিন্দা জাহেরুল ইসলাম চেংটুর পুত্র নয়াটারী জামে মসজিদের মুয়াজ্জিন মিজানুর রহমান (৩৫) একই গ্রামের (নয়াটারী মসজিদ সংলগ) এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী আফজাল হোসেনের বাড়ীতে গত রবিবার (১৭ মার্চ) আনুমানিক সাড়ে দশটার দিকে যায়। সে দিন আফজাল ও তার স্ত্রী নুরবানু বেগম আলু তোলার দিনমজুরি কাজে যাওয়ায় তাদের স্কুল পড়ুয়া কন্যা একা বাড়িতে ছিল। ওই ছাত্রী কে বাড়িতে একাকী পেয়ে মসজিদের মুয়াজ্জিন মসজিদ সংলগ্ন তার থাকার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ওই স্কুল পড়ুয়া শিক্ষার্থী কে ডেকে এনে জোড় পূর্বক ধর্ষন করে। ধর্ষিতা ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। পরে বিকেলে ধর্ষিতা স্কুল ছাত্রীর মা কাজ শেষে বাড়িতে ফিরে এসে দেখেন তার মেয়ে কান্নাকাটি করছে। মেয়ে কে কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে সে ধর্ষনের ঘটনাটি তার মাকে খুলে বলে। ধর্ষিতার পিতা আফজাল হোসেন বাড়িতে ফিরে ঘটনাটি মেয়ের মুখে শুনে ধর্ষক মিজানুর রহমান কে আসামি করে বুধবার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বুধবার বিকালের দিকে পুলিশ ধর্ষক মিজানুর রহমান কে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রী কে বুধবার রংপুর ভিকটিম সাপোর্ট সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহামান বলেন ভিকটিম কে উদ্ধার করে থানায় এনে জবান বন্দী নেয়া হয়। বুধবার মামলা দায়ের পরপরই ধর্ষককে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো..