কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রথম দিন রবিবার ব্যাপক সংঘর্ষ ও বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটলেও রংপুরের কাউনিয়া উপজেলায় অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রথম দিন রোববার বিকাল পর্যন্ত হারাগাছ পৌসভায় একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যাতিত তেমন কোন ঘটনা ঘটেনি। আন্দোলন চলা কালে বিভিন্ন অফিস, ব্যাংক বীমা অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও লোক সমাগম ছিল খুব কম। সড়কে কিছু রিক্সা অটো ব্যাতিত তেমন কোন বড় যানবাহন চলাচল করেনি। তবে সাধারন মানুষের সাথে কলা বলে যানাগেছে তারা আতংকে আছে। উপজেলা আওয়ামীলীগ এর মিছিল বের করার কথা থকলেও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার দুরদর্শি সিদ্ধান্তের কারনে তা না করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ও সাভাবিক রাখতে তা বাতিল করেন। রংপুর শহরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩জন নিহত হওয়ার ঘটনার সংবাদ ছরিয়ে পরলে স্থানীয় দোকানদার সহ সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, সকাল থেকে উপজেলা পরিষদে সকল দপ্তরে কাজকর্ম সাভাবিক রয়েছে তবে লোক জনের উপস্থিতি ছিল কম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিম্নের নির্দেশনার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমš^য়ক আসিফ মাহমুদ। নির্দেশনাগুলো হলো ১। কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দেবেন না। ২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। ৩। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। ৪। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।