কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিদর্শক ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে কাউনিয়া উপজেলা সমবায় দপ্তরে তদন্ত কাজ শুরু করা হয়।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তদন্ত করেন সমবায় বিভাগীয় দপ্তর রংপুরের উপনিবন্ধক (বিচার) মোঃ মাসুদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ, বিআরডিবি এর চেয়ারম্যান আব্দুল বারেক। অভিযোগ প্রদান কারী বিভিন্ন প্রাথমিক কৃষক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারগণ এবং অভিযুক্ত উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিদর্শক ও সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য। তদন্তকালে সমবায় অইনের সঠিক ব্যবহার না করা, বিগত অডিটে গুলোতে কিছুকিছু লিখিত পদ্ধতিগত ত্রুটি এবং ভাউচারে অসংগতিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। তদন্তকারী কর্মকর্তা উপনিবন্ধক (বিচার) মোঃ মাসুদ পারভেজ জানান, আমি প্রাথমিক ভাবে তদন্তকরে গেলাম, আপনাদের আর কোন কথা ও প্রমানিক কাগজপত্র থাকলে ঈদের পরে তারদপ্তরে জমা দিতে বলেন। তিনি আরও বলেন চুরান্ত তদন্ত প্রতিবেদন দিবেন যুগ্মনিবন্ধক স্যার। ভুক্তভোগি প্রাথমিক সমবায় সমিতির সভাপতি ম্যানেজারগণ নানা অনিয়ম দূর্নীতি ও অর্থ আত্মসাতের তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ ও ন্যায় প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তার কাছে। তিনি আশ^াস প্রদান করেন ন্যায় বিচারের।