কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা ২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় প্রবাস বন্ধু ফোরাম কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার ব্র্যাক হল রুমে কাউনিয়া প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রবাস বন্ধু ফোরাম কমিটি গঠন আলোচনা সভায় বক্তব্য রাখেন। রংপুর জেলা সাইকোসোশ্যাল কাউন্সিলর উম্মে খাদিজাতুল কুবরা, পীরগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাকারিয়া হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মাষ্টার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য বাবুল হোসেন, গোলাপি বেগম প্রমূখ। আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মাস্টার কে সভাপতি, ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন কে সহ-সভাপতি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল কে সাধারণ সম্পাদক, মোঃ জহির রায়হান কে তথ্য ও প্রচার সম্পাদক, মোঃ শাহ খায়রুল পর্যবেক্ষক সদস্য, মোছাঃ গোলাপি বেগম, মোঃ আবু বক্কর সিদ্দিকে সাধারণ সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট প্রবাস বন্ধু ফোরাম কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রবাস বন্ধু ফোরাম এর কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।