https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১

কাউনিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় ইউএসআইডির কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে পুষ্টি সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুজয় শাহা, উপজেলা পঃপঃ কর্মকর্তা সাহিদুর ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সারাই ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ প্রমূখ। সভায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রনয়নের জন্য স্ব-স্ব দপ্তর আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন জমাদানের আহবান জানান হয়।

আরো..