https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৪৮

কাউনিয়ায় পানি সংকট নিয়েই আমন ধান রোপন ও পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে চাষিরা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দেশের অস্থিরতা, প্রচন্ড তাপদাহ ও পানি সংকটসহ সকল প্রতিকুলতা ছাপিয়ে কৃষক প্রাণ খুলে মাঠে মাঠে আমন ধান রোপনে ব্যস্ত সময় পরি করছে কাউনিয়ার চাষিরা। আষাঢ়ের মাসে বৃষ্টি হলেও বর্তমানে খরার কারনে জমিতে পানি না থাকায় সেচ দিয়ে মাঠে মাঠে আমন ধান রোপন করছে। নিচু জমি গুলোতে আগেই ধান রোপন করা হলেও উচু জমি গুলোতে পানি না থাকায় বিপাকে পরে চাষিরা। বৃষ্টি না থাকায় বীজতলা ও জমিতে চাষ দিতে বিড়ম্বনায় পড়তে হয় কৃষককে। বর্তমানে দেশে চরম অস্থিরতা ও চলছে খরা। তবুও থেমে নেই কৃষক, বার্তি খরচে সেচ দিয়ে হাল চাষের সাথে আমন ধান রোপন ও পরিচর্যার ধূম পরেছে।

সরেজমিনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকার কয়েকজন কৃষক জানায়, বেশ কিছু দিন খরার পর আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার পর জমিতে এখন রোপা লাগানো নিয়ে ব্যাস্ত সময় পার করে যাচ্ছে। বৃষ্টির ফলে পরিমিত পানিও আছে জমিতে। তবে সামনের দিনে খরা হলে সমস্যা দেখা দিতে পারে। তারা আরো জানায়, বর্তমানে কিছুটা শ্রমিক সংবট রয়েছে, ফলে বিঘা প্রতি আমন রোপনে খরচ প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছে। উপজেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৭৫৯৭ হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। উপজেলা জেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, উঁচু জমিতে আগেই আমন ধান রোপন করা হয়েছে। বর্তমানে যে হারে বৃষ্টিপাত হচ্ছে তাতে আমন রোপন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, এবং বর্তমানে মাঠে আমান ক্ষেতের অবস্থা ভাল রয়েছে, আশা করছি ফলনও ভাল হবে।

আরো..