কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ধান ও চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুহিদুল হক, শগীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ হান্নান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু মোঃ তারিকুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া করা হয়। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা ১২৮০ মন দরে ধান গুদামে বিক্রি করতে পারবেন। চলতি মৌসূমে ১ হাজার ৪শ ৭৯ মেঃ টন চাল মিলারদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ৮:০০