https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১

কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের মুজিবনগর দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান প্রমূখ।

এদিকে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দেয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মকবুল হোসেন, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জাহাঙ্গীর হাসান, জমশের আলী, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো..