কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় প্রশাসনের আয়োজনে বাঙ্গালি জাতির চিরায়িত সার্বজনীন উৎসব নববর্ষ ১৪৩১ নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের নেতৃত্ব শোভা যাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, কাউনিয়া কলেজ, মহিলা কলেজ, মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার সহ শোভা যাত্রায় যোগ দেয়। মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামিন খেলা ধুলা এবং ইলিশ মাছ, পাট শাক ও শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়ার আসর চলে দুপুর পর্যন্ত। শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, কৃষি কর্মকর্তা শাহানাজ পারবীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক আব্দুল জলিল প্রমূখ।