https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬

কাউনিয়ায় অভিমানে বিষ পান ৫দিন পর মৃত্যু আলেয়ার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় অভিমান করে কীটনাশক পান করে অসুস্থ হয়ে হাসপাতালে পাঁচ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেলেন দুই সন্তানের জননী বিধবা নারী আলেয়া বেগম (৩৫)। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর (তকিপল হাট) গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের কন্যা আলেয়া বেগমের সাথে পরিবারের লোকজনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সবার অজান্তে অভিমান করে মনের দুঃখে পাঁচ দিন আগে গত সোমবার সন্ধায় কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে কাউনিয়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলেয়া বেগম দুই সন্তানের জননী। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান ওই নারী কীটনাশক পান করে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো..