https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯

কাউখালীতে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীর উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবিএম ফখরুজ্জামান এর কমিটি বাতিলের দাবীতে বিদ্যালযের শিক্ষার্থী,অভিবাবকও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার(২২মে) উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।

বক্তারা বলেন, এবিএম ফখরুজ্জামান আওয়ামী দোসর ও জনসমর্থনহীন ব্যক্তি। তাকে সভাপতি করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে করে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। পাঠদান ও উন্নয়ন ব্যাহত হবে।

এসময় বক্তব্য রাখেন,মোঃমোশারেফ মোল্লা, জিয়াউল হক মাঝী,আমিনুল হক মীল,এমদাদ হাওলাদার, মোসাঃ এমিলি বেগমসপ্রমূখ। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান এবং বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো..