বিদেশি মদ উদ্ধার ৭৩ বোতল….
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও ১ ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার যশোর সাতক্ষীরা মহাসড়কের যুগীবাড়ী সংলগ্ন হোসেন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী থানার নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস (৪৩), পটুয়াখালির মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী (২৫), বরগুনার তালতলি থানার সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা (২৪), সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাঁতিপাড়ার গোলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস (৫০)।
সাতক্ষীরা কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন দৈনিক দিনকালকে জানান, মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় যশোর সাতক্ষীরা মহাসড়কের হোসেন ফিলিংস স্টোশনের সামনে থেকে একটি ইজিবাইকের ভিতর থেকে ৭৩বোতল বিদেশী মদ ও ১ জন ভারতীয় নাগরিকসহ ৫জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দিয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।