https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ববিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম। কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচি, কৃতী ফুটবলার জাহিদুর রহমান খান চৌধুরী, মোস্তাক আহমেদ, রেজাউল করিম লাভলু, হবিবর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাসউদদুল ইসলাম, জাকির হোসেন, সুভাষ চন্দ্র দেবনাথ, জহুরুল ইসলাম, আলফাজ হোসেন, আহসান উল্লাহ, শাহাদাত হোসেন অপু, সাঈদ আলি, সাহেব আলি, সাংবাদিক সানবিম করিম সিয়াম প্রমুখ। এদিকে আগামী ১৯ এপ্রিল কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোনালী অতীত ফুটবলারদের অংশগ্রহণে কলারোয়া ফুটবল ময়দানে দিনব্যাপী দিবারাত্রির ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু জানান।

আরো..