বিনোদন ডেস্ক: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। টলিউডের তারকারা রাজপথে নেমে আন্দোলন করছেন। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন। বাংলাদেশের তারকারাও থেমে নেই।
কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান গত বুধবার (১৪ আগস্ট) রাতে । এ সময় উপস্থিত ছিলেন টালিউড নির্মাতা ও শিল্পীরা। আন্দোলনের মাঠে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, রচনা ব্যানার্জি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তীসহ অনেককে। এবার কলকাতার এই আন্দোলনে সংহতি জানালেন ঢাকার শিল্পীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে সংহতি এবং বাংলাদেশে আগের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে “মেয়েরা রাত দখল করো”। ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টা (জমায়েত রাত ৯টা থেকে)। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষিসহ অনেকে।
শুক্রবার (১৬ আগস্ট) রাজু ভাস্কর্যের সামনে হাজির হয়েছিলেন বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় হাতে একটি প্ল্যাকার্ডে নিয়ে রাজু ভাস্কর্যের সামনে বাঁধন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পাহাড় কিংবা সমতলে, ধর্ষণ বন্ধ হোক প্রতি ঘরে’।
আন্দোলনের সময়কার একটি প্ল্যাকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আপনি যদি আপনার মেয়েকে “খারাপ” স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে।’
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন এবং ধর্ষণের পর হত্যার শিকার হওয়া মৌমিতার ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, ‘এমন মৃত্যু যেন আর কোথাও কারও না হয়!’
অন্যদিকে, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বাঁধেন সায়ন। ‘জাস্টিস ফর আর জি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন ফেসবুক পেজে। সায়ানের ফেসবুক পেজে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রকাশিত হয় গানটি। গিটার নিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গানটি এরই মধ্যে ভাইরাল। এরই মধ্যে গানটি চার লাখেরও বেশি মানুষ শুনেছেন। গানটি শেয়ার করার পর থেকেই প্রশংসা পাচ্ছে সায়ান। মন্তব্যের ঘরে প্রশংসা করছেন সব শ্রেন্রীর মানুষ। পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কাজী কামাল নাসের মন্তব্যে লিখেছেন, আপনাকে কুর্ণিশ জানাচ্ছি এই অসমান্য গানটি করার জন্য। আমি চেষ্টা করেও পারিনি।