https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮

কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকি, কথিত কৃষক দল নেতার নামে থানায় জিডি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. ইলিয়াস (৩৪) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত শনিবার (৪ জানুয়ারি) করা এই জিডির নম্বর ১৯৯। ইলিয়াস দক্ষিণ শিকলবাহা এলাকার আবুল কালামের ছেলে।

জিডিতে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—মো. ফোরকান (৪৫), ইয়ার মোহাম্মদ (৪২) এবং নুরুল আলম নুরু (৫০), যাঁরা দক্ষিণ শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

জিডি অনুযায়ী, গত ৩ জানুয়ারি সকালে অভিযুক্তরা ইলিয়াসের জমি দখলের চেষ্টা করেন। ইলিয়াস এ বিষয়ে বাধা দিলে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযোগের তদন্ত চলছে এবং প্রকৃত সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জমি নিয়ে বিরোধের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, আর ভুক্তভোগী পরিবার দ্রুত সমাধানের আশায় রয়েছেন। তবে অভিযোগ রয়েছে, কৃষক দলের বড় নেতা পরিচয়ে ফোরকান বিভিন্ন ভাবে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করছেন। নিরীহ মানুষের জায়গা জমি দখল করছেন।

আরো..