অনলাইন ডেস্ক: ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দলটির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে কনভেনশনে দেয়া ভাষণে তিনি বলেন, কমলা হ্যারিসের সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমরা প্রেসিডেন্ট হ্যারিসের জন্য প্রস্তুত। খবর সিএনবিসি।
দুই মেয়াদ আগে হোয়াইট হাউস ত্যাগ করা ওবামা তার ভাষণে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে আক্রমণাত্মক মন্তব্য ছুড়েছেন। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ২০১৫ সালে ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করার কথা উল্লেখ করে ওবামা বলেন, তিনি (ট্রাম্প) এমন এক ৭৮ বছর বয়সী ধনকুবের যিনি নয় বছর আগে তার সোনার এসকেলেটর থেকে নেমে যাওয়ার পর থেকে নিজের সমস্যার কথা বলা কখনোই বন্ধ করেননি।
উল্টোদিকে, কমলা হ্যারিসের ব্যাপারে ওবামা বলেন, কমলা হ্যারিস তার নিজের সমস্যার দিকে মনোনিবেশ করবেন না। তিনি আপনাদের দিকে মনোযোগ দেবেন। তিনি এই দায়িত্বের জন্য প্রস্তুত। তিনি সারা জীবন এমন লোকদের পক্ষে লড়াই করে গেছেন যাদের কণ্ঠস্বর সামনে আসা দরকার ছিল।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, হ্যারিস ক্যালিফোর্নিয়ায় একজন কৌঁসুলি হিসেবে কাজ করার সময় যৌন নির্যাতনের শিকার শিশুদের পক্ষে দাঁড়িয়েছিলেন। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি বড় ব্যাঙ্ক এবং লাভজনক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন যারা আর্থিক কেলেঙ্কারীর মাধ্যমে বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিল।
কমলা হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজের ব্যাপারেও সমর্থন জানিয়ে ওবামা বলেন, ওয়ালজ এমন ব্যক্তি যার রাজনীতিতে থাকা উচিত। তিনি এমন ব্যক্তি যিনি একটি ছোট শহরে জন্মগ্রহণ করেছেন, দেশের সেবা করেছেন, বাচ্চাদের শিখিয়েছেন, ফুটবল কোচ হয়েছেন এবং তার প্রতিবেশীদের যত্ন নিয়েছেন। তিনি জানেন তিনি কে এবং কোন কাজটি করা গুরুত্বপূর্ণ।
তবে হ্যারিস ও টিম ওয়ালজের জন্য নির্বাচিত হওয়াটা যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দেন বারাক ওবামা। তিনি বলেন, আমাদের কাজ হল জনগণকে বোঝানো যে, হ্যারিস-ওয়ালজ প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। আর, কমলা হ্যারিস এটা ভালোভাবেই বোঝেন।