https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯

কমলগঞ্জে ইউএনওকে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ‘পোরৈ অপোকপা মরুপ’- এর উদ্যোগে বুধবার বিকেলে কমলগঞ্জের হোমেরজান গ্রামের মালেম ইমা সিদবী মন্ডপে সংবর্ধনা অনুষ্ঠান হয়।

নবনিযুক্ত কমলগঞ্জের ইউএনও মাখন চন্দ্র সূত্রধর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি সিংহ। ওইনাম পামহৈবা ও সুশীল সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি কল্যাণ পরিষদের সহসভাপতি রানা বাবু সিংহ, কমলগঞ্জ উপজেলার পিআইও প্লাবন পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অবুজম মনিভদ্র। অনুষ্ঠানের শুরুতে পুরোহিত আমুসানা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পবিত্র ধর্মগ্রন্থ পুয়া পাঠ করেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় তিনি উদ্যোগকে সাধুবাদ জানান এবং কম্যুনিটির উন্নয়নমূলক কর্মকা-ে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো..