বিনোদন ডেস্ক-গতকাল ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটার জন্মদিন, যিনি অভিনয়ের জন্য নিজেকে বিলিয়ে যাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে। শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা রাখলেন বলিউডের ‘বাদশাহ’। প্রতিবছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়।
কারো হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল শাহরুখ অনুরাগীদের দখলে। তবে এ বছর ভক্তদের হতাশ করলেন শাহরুখ খান। এবার আর মান্নাতের বারান্দায় হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা নিতে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা।
বরং ঘরে পরিবারের সঙ্গে ছোটখাটো আয়োজনেই সীমাবদ্ধ রেখেছেন নিজের জন্মদিনের উৎসব। গত কয়েক দিন ধরেই ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এ বছর বেশ ঘটা করেই জন্মদিন পালন করবেন শাহরুখ খান। স্ত্রী গৌরী খান বিশাল পার্টির আয়োজন করতে যাচ্ছেন। যেখানে হাজির থাকবেন ২৫০ জন বিশেষ অতিথি।
তবে ২ নভেম্বর দেখা গেল ভিন্ন দৃশ্য। একেবারে ঘরোয়াভাবেই কেক কেটে জন্মদিন পালন করলেন শাহরুখ। এমনকি মান্নাতের ব্যালকনিতেও দেখা যায়নি এই সুপারস্টারকে। শনিবার সন্ধ্যায় গৌরী তার ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন শাহরুখের জন্মদিনের। তার মধ্যে একটি শাহরুখ খানের সঙ্গে তার নিজের পুরনো ছবি।
অন্যটি জন্মদিন উদযাপনের। ছবিতে দেখা যাচ্ছে, আলো ঝলমলে সাজানো ঘর। গোল চকোলেট কেক কাটছেন স্বয়ং কিং খান। তার পরনে কালো প্যান্ট ও শার্ট, মাথায় কালো টুপি। এক পাশে দাঁড়িয়ে স্ত্রী গৌরী, অন্য পাশে মেয়ে সুহানা খান। দুজনই উৎসবের সাজে ঝলমলে।
ছবিগুলো শেয়ার করে গৌরী লিখেছেন, ‘একটি স্মরণীয় সন্ধ্যা গত রাতে বন্ধু ও পরিজনদের সঙ্গে। শুভ জন্মদিন।’ পোস্টে গৌরী ট্যাগ করেছেন শাহরুখ খানকে। তার পরই অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন কিং খানকে। এমনকি অনেকে গৌরীর কাছেও আবদার জানিয়েছেন, একবার অন্তত শাহরুখের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য।
তবে এবার মান্নাতের ব্যালকনিতে শাহরুখের না আসাকে নিরাপত্তাজনিত কারণ হিসেবেই দেখছেন অনেকে। গত মাসেই দশেরার রাতে খুন হয়েছেন আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। সালমান খান নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন লরেন্স বিষ্ণোই ও তার গ্যাংয়ের কাছ থেকে। শুধু সালমান নন, সালমান ঘনিষ্ঠ সবারই প্রাণের ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তারপর থেকে শাহরুখকেও আর তেমনভাবে বাইরে দেখা যাচ্ছে না। বাবা সিদ্দিকির শেষকৃত্যেও তার দেখা মেলেনি। তবে রানি মুখার্জির দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন বাদশাহ।