https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতলেন জহির

ক্রীড়া ডেস্ক: এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্টে অল্পের জন্য স্বর্ণ জিততে পারেননি জহির রায়হান। রোববার (১৮ ফেব্রুয়ারি) ফাইনালে ৬ নম্বর লেনে দৌড়ে ৪৮.১০ টাইমিংয়ে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন তিনি। ইরানের সাজাদ আঘাই ৪৭.৯৫ টাইমিংয়ে স্বর্ণ জিতেছেন।

৪৮.৪০ টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেছে ইরাকের ইয়াসির আলী। এর আগে গতকাল হিটে ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে প্রথম হয়েছিলেন বাংলাদেশের এই অ্যাথলেট। হিটের চেয়েও ফাইনালে ভালো করেছেন জহির। ফাইনালে শুরুটা ভালোই করেছিলেন জহির।

শুরুতে সবার সামনে থাকলেও পরে পুরোটা সময় দ্বিতীয় স্থানে থেকেই দৌড়েছেন জহির। কিন্তু শেষ পর্যন্ত ইরানের অ্যাথলেটকে আর টপকাতে পারেননি। তাতে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে জহিরকে।

আরো..