https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬

‘এলোমেলো’ থেকে ৫ উইকেট- নাহিদ রানার উন্নতির গল্প শোনালেন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হেরে উইন্ডিজ সফর শুরু হয়েছিল বাংলাদেশের। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টেও প্রথম দুই দিন শেষে কিছুটা পিছিয়ে ছিল সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর ১ উইকেটে ৭০ রানে দ্বিতীয় দিন শেষ করে উইন্ডিজ। ম্যাচের নাটাই তখন স্বাগতিকদের হাতে।

তবে টেস্টের তৃতীয় দিন দৃশ্যপট পুরোটাই পাল্টে যায়। উইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে ১৮ রানের লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করে সফরকারীরা এখন এগিয়ে ২১১ রানে। ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ভারী করতে বল হাতে নেতৃত্ব দেন নাহিদ রানা। গতির ঝড়ে নাকানিচুবানি খাইয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে শিকার করেছেন ৫ উইকেট।

গতকাল ম্যাচ শেষে বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। জানিয়েছেন, রানা যেভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে, ৫ উইকেট আসা সময়ের অপেক্ষা ছিল মাত্র।

আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার অভিষেক হয় চলতি বছরের মার্চে। এর ঠিক কয়েকদিন আগে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যাডামস। তাঁর অধীনে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৩ ও পরের ইনিংসে ২ উইকেট নেন রানা। এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে নেন আরও ৬ উইকেট। নিয়মিত উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন রানা।

তবে ভারত সফর থেকে বোলিংয়ে উন্নতির ছাপ দেখা যায় ২২ বছর বয়সী এ পেসারের। গতির সঙ্গে লাইন-লেংন্থে নিয়ন্ত্রণ বাড়তে থাকে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও সেটি বজায় থাকে। তবে উইকেট কম পাচ্ছিলেন। সে আক্ষেপ দূর হয় ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন তিনি।

শুধু উইকেটের জন্য নয়, নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশে-পাশে বোলিং করে বাড়তি নজর কেড়েছেন রানা। তরুণ এ পেসারের উন্নতির গল্প শোনাতে গিয়ে শুরুতে টেস্টে ঘুরে দাঁড়ানো নিয়ে বলেছেন অ্যাডামস, ‘খুব ভালো দিন কেটেছে। আমরা পাল্টা জবাব দিতে চেয়েছিলাম। আর সেটা ভালোভাবেই পেরেছি। বোলাররা যেভাবে বোলিং করেছে, সত্যিই ভালো লাগছে। আজকের (সোমবার) ব্যাটিংটাও অন্যরকম ছিল।’

নাহিদ রানার ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম, এটা কোনো একটা পর্যায়ে (৫ উইকেট) আসবেই। ১৫০ কিলোমিটার গতিতে বল করে গেলে একটা সময় উইকেট ধরা দেবেই।’

বোলিংয়ে নাহিদ রানার উন্নতি নিয়ে অ্যাডামসের ভাষ্য, ‘গত এক বছরে ও আগের চেয়ে অনেক ‘অ্যাকুরেট’ হয়েছে। গত ফেব্রুয়ারিতে যখন শুরু করেছিল, ওর বোলিং ছিল কিছুটা এলোমেলো। এখন অনেক উন্নতি করেছে।’

অ্যাডামস যোগ করেন, ‘দুর্দান্ত গতির সঙ্গে ওর ধার আছে। আমরা ওকে কিছু পরামর্শ দেই এবং বাকিটা ওর সহজাত প্রতিভার ওপর ছেড়ে দেই।’

বয়স কম বলে এখনই রানার ওপর বেশি চাপ দেওয়ার পক্ষে নন অ্যাডামস। সে কারণে তাঁকে কম ম্যাচ খেলানো হয় বলেও জানান এ কোচ, ‘ও তরুণ বোলার। খুব জোরে বল করে। ওর বোলিং লোডের দেখাশোনা আমাদেরই করতে হবে। সে কারণে ওকে প্রথম টেস্ট খেলানো হয়নি। ও ছোট হলেও সৌভাগ্যবশত ওকে সাহায্য করার জন্য আমাদের কাছে তাসকিন (আহমেদ) ও হাসানের (মাহমুদ) মতো বোলাররা আমাদের আছে এবং অধিনায়ক মেহেদী মিরাজ ওকে দারুণভাবে সামলেছে।’

আরো..