https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭

এবার মাসব্যাপী এফডিসিতে ইফতার করাবেন ডিপজল ও মিশা

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির চর্চা, সমালোচনা সবসময় থাকে। এবার ডিপজল ও মিশা এক হয়ে প্যানেল তৈরি করেছেন। তারা পবিত্র রমজান মাসে এফডিসিতে মাসব্যাপী ইফতার করানোর ঘোষণা দিয়েছেন।

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর এফডিসির ক্যান্টিনের সামনে ইফতারের আয়োজন রেখেছেন। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাবেন।প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে ইফতার করেছেন।

ডিপজল বলেন, ‘রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এ রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি আর মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবেন।’

মিশা সওদাগর বলেন, ‘রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এমন উদ্যোগ নিয়েছি।’ আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর (সভাপতি পদপ্রার্থী) ও মনোয়ার হোসেন ডিপজল (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে। অন্যদিকে, ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ।

আরো..