https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা বললেন বিসিবি নির্বাচক

স্পোর্টস ডেস্ক: বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচকদের। ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের জন্য দল গঠন কঠিন হবে বলে মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বিশ্বমানের স্পিনার বের না হওয়ায়ও চিন্তিত তিনি।

চলমান বিপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশি ক্রিকেটাররা। বিপিএল তাই হতাশার নাম অভিজ্ঞ থেকে তরুণ, ব্যাটার থেকে বোলার, জাতীয় দলের সঙ্গে বাইরের ক্রিকেটারদের জন্য।

বিশ্বমানের স্পিনার সংকটের অন্যতম কারণ অল্পতে তৃপ্তি। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান- এ তিনের বীরত্বে একটা সময় স্পিনে নামডাক ছিলো বাংলাদেশের।

সময়ের পালাবদলে তাইজুল, মেহেদী মিরাজ, নাসুমদের হাতে সে দায়িত্ব। কেউ অধারাবাহিক এবার কেউবা খেলেন শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেও বিশ্বমানের বোলার হতে পারেননি কেউ।

টেস্ট মর্যাদার দু’দশক পরও লেগ স্পিনে চরম সংকট। ঘরোয়া লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লেগি খেলানোর দাবি থাকলেও বাস্তবতা বিবেচনায় সেটা অসম্ভব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় মাসও বাকি নেই। বৈশ্বিক আসরের আগে দুঃশ্চিন্তার পাহাড় নির্বাচকদের মাথায়।

আরো..