বিনোদন রিপোর্ট: ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। এ কারণেই এ সময় সিনেমা মুক্তির তালিকাও থাকে বেশ বড়। সে ধারাবাহিকতা বজায় থাকছে এ বছরেও। আসন্ন ঈদে দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার সিনেমা মুক্তি পেতে চলেছে।
এবারের ঈদে দীর্ঘদিন পর নতুন সিনেমা ‘সোনার চর’-এর মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন মৌসুমী-ওমর সানী জুটি। নির্মাতা জাহিদ হোসেনের এ সিনেমায় অভিনয় করেছেন আলোচিত জায়েদ খানও ।
এছাড়া ঈদে মুক্তি পাচ্ছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে রূপালি পর্দায় দেখা যাবে পূর্ণিমা ও ফেরদৌস জুটিকেও।
এদিকে ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখতে যেন মুখিয়ে থাকেন শাকিব ভক্তরা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘রাজকুমার’।পরিচালক হিমেল আশরাফের এই সিনেমাটি মুক্তির আগেই শাকিব ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা।
অন্যদিকে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আলোচিত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ঈদের জন্য নির্মাণ করেছেন ‘কাজলরেখা‘। এই সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আয়মানের।
এছাড়া অভিনেত্রী মিথিলাকেও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরিফুল রাজ।
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই গুণি অভিনেতা ফজলুর রহমান বাবু ও শহীদুজ্জামান সেলিম এই ঈদে রূপালি পর্দায় আসছেন ‘ওমর’ নিয়ে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে আসছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক।
এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শরিফুল রাজ- বুবলির ‘দেয়ালের দেশ‘ সিনেমাটি রয়েছে আলোচনায়। এটি পরিচালনা করেছেন মিশুক মনি ।
‘মোনা-জ্বীন ২’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান, অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, আহমেদ রুবেল প্রমুখ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত।
এ ছাড়া, নায়ক রোশান, ওমর সানী, রাশেদ মামুন অপু ঈদে নিয়ে আসছেন ‘ডেডবডি’। সিনেমাটি পরিচালনা করেছেন মো. ইকবাল।