https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭

এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল মোরশেদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে বলা হয়, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআই’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

অন্যান্য রদবদল : পৃথক আদেশে অধ্যাপক ডা. মো. আবদুল কাদেরকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যক্ষ ও অধ্যাপক অ্যানেসথেসিওলজি পদে চুক্তিভিক্তি নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক আদেশে প্রকৌশলী মো. আফতাব হোসেন খানকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দানরুটে দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া হাইকোর্টের কোর্ট কিপার পদে এবিএম আমিনুল হককে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরো..