কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর অন্নদানগর রোড সবুজ কিন্ডারগার্টেন সংলগ্ন কাউনিয়া উপজেলা অফিস গত বুধবার বিকেলে উদ্বোধন হয়।
উপজেলা অফিস উদ্বোধন কালে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ আব্দুস সালাম সরকার, নায়েবে আমীর মোঃ আব্দুস সালাম মিয়া, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোঃ ইউসুফ আলী, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মোক্তারুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম মোঃ আব্দুল লতিফ খন্দকার প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া করা হয়।