স্পোর্টস ডেস্ক: মীকরণটা জেনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। ২০২৬ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি ম্যাচ জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের। এমন সমীকরণ সামনে নিয়ে গতকাল রোববার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পথ কঠিন হয়ে গেল সফরকারীদের।
আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ভারতের বাইরে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৫টি দল সরাসরি জায়গা পাবে। ভারত পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকায় তালিকার ৬নম্বর দল পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাবে সরাসরি। বর্তমানে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে বাংলাদেশ। ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১।
কিউইদের টপকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হাতে থাকা দুই ওয়ানডেতে অন্তত ৩ পয়েন্ট আদায় করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ পরের দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতি-মুরশিদা-শারমিন আক্তারদের। নয়তো আবার বাছাইপর্বের পরীক্ষায় নামাতে হবে বাংলাদেশকে।
গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে হিলি ম্যাথিউসের দুর্দান্ত সেঞ্চুরিতে (১০৪*) ইনিংসের ১১০ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় স্বাগতিকরা।
প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে ওপেনার ফারজানা হক পিংকিকে (১০) হারিয়ে প্রথম ধাক্কা খায়। এরপর মুরশিদা খাতুন-শারমিন আক্তার জুটিতে ৪৪ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। দলকে ৬৯ রানে রেখে বিদায় নেন মুর্শিদা খাতুন (৪০)। শারমিনও (৪২) ফিফটি থেকে ৮ রান দূরে থেকে ড্রেসিং রুমের পথ ধরেন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোরবোর্ডে ১৪ রান যোগ করেই ফ্লেচারের বলে আউট হন। এরপর বলার মতো রান করেছেন সোবহানা মোস্তারি (৩৫) ও স্বর্ণা আক্তার (২৯)। এর বাইরে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে বাংলাদেশও দুই শ ছোঁয়ার আগেই থেমে যায়।
এ রান তাড়ায় নেমে দুই ওপেনার হিলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের উদ্বোধনী জুটিতেই জয়ের সুবাস পেতে থাকে উইন্ডিজ। ম্যাথিউস-জোফেফের জুটিতেই ১৬৩ রান পায় স্বাগতিকরা। ইনিংসের ২৬তম ওভারে জোসেফ ৭০ রানে আউট হলেও অন্য প্রান্তে ম্যাথিউস দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
তাঁর আগে তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন ম্যাথিউস। শেষ পর্যন্ত ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক প্রান্তে শেমাইন ক্যাম্পবেলে ১৪ রানে অপরাজিত ছিলেন।আগামী মঙ্গলবার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।