https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে আসেনি হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মারাত্মক হামলার পর হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে আসেনি বলে জানিয়েছে গোষ্ঠীটি। হামলায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি ইসরায়েলের। কিন্তু হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল-রেশিক ইসরায়েলকে অভিযুক্ত করেছেন যে তারা ছিটমহলে হামলা বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আরব মধ্যস্থতাকারীদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে লাইনচ্যুত করার চেষ্টা করছে। খবর রয়টার্সের।

গাজার খান ইউনিস এলাকায় শনিবারের হামলা, যাতে অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়, যুদ্ধবিরতি আলোচনাকে সন্দেহের মধ্যে ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে ক্রমবর্ধমান আশাব্যঞ্জক লক্ষণ দেখা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ করতে এবং গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি হতে পারে।

শনিবার দোহা এবং কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় থাকা দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, তিন দিনের আলোচনার পর আলোচনা স্থগিত করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার বিষয়ে রবিবারের পরে তার ঘনিষ্ঠ মন্ত্রীদের সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।

শনিবারের হামলায়, যা ডেইফকে লক্ষ্য করে করা হয়, হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামা নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। তবে বাহিনীটি বলছে, দেইফের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

“খান ইউনিসের হামলাটি অভিযানের বুদ্ধিমত্তার ফলাফল ছিল,” শিন বেট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান রাফাহ থেকে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন। তিনি বলেন, “গত সপ্তাহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবরের ভয়াবহ হামলায় অংশ নেওয়া ২৫ হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।”

শনিবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইফ নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন । ইসরায়েলের সামরিক প্রধান রবিবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন যে হামাস ডেইফের ভাগ্য সম্পর্কে সত্য গোপন করছে। তবে তিনি জীবিত নাকি মৃত তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী রবিবার গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় আকাশ ও স্থলে গোলাবর্ষণ করে, যেখানে ২৩ লাখ লোক বাস করে, যাদের বেশিরভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

আরো..