https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১০

ইন্দিরা গান্ধীর লুকে মুগ্ধ করলেন অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক: সব বিতর্ক ছাপিয়ে অভিনেত্রী থেকে এখন জননেত্রী তিনি! সোমবারই (২৪ জুন) সাংসদ পদে শপথ নিয়েছেন কঙ্গনা রনৌত। মান্ডি থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে জয়ী হয়েছেন এই বলিউড কুইন। শপথ গ্রহণের পরপরই সুখবর দিলেন কঙ্গনা। সামনে আনলেন তার প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’ মুক্তির নতুন তারিখ।

বারবার মুক্তি পিছিয়েছে এই ছবির। লোকসভা ভোটের জন্যেও একদফা পিছিয়েছে। শুধু লিড চরিত্রে অভিনয় নয়, এই ছবির পরিচালক আর প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার (২৫ জুলাই) ইনস্টাগ্রামে ছবির নতুন পোস্টারও শেয়ার করেছেন কঙ্গনা।

এই ছবিতে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ইন্দিরা রূপে ফের একবার তাক লাগালেন তিনি। পোস্টারে দেখা গেল কাঁচা-পাকা চুলে চশমা চোখে কঙ্গনা, ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে রেখেছেন তিনি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘স্বাধীন ভারতের অন্ধকারতম অধ্যায়ের ৫০তম বর্ষের শুরু, ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আসছে এমার্জেন্সি’। ভারতের জরুরি অবস্থার প্রেক্ষাপটে সাজানো এই কাহিনি। কঙ্গনার লুক দেখে মুগ্ধ ভক্তরা। একজন লেখেন, ‘পাঁচ নম্বর জাতীয় পুরস্কার পাকা’!

কঙ্গনা এর আগেই জানিয়েছিলেন, ‘এমারজেন্সি’ তৈরি করার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছিলেন। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, শ্রেয়াস প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে কঙ্গনা আগেই বলেছেন, ‘জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অন্ধকারতম অধ্যায়, যেকথা তরুণ ভারতের জানা দরকার। এটা একটি গুরুত্বপূর্ণ গল্প। আমি প্রয়াত সতীশজি, অনুপমজি, শ্রেয়াস, মহিমা এবং মিলিন্দের মতো অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে এই সৃজনশীল যাত্রা শুরু করি, এজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। ভারতের ইতিহাসের এই অসাধারণ পর্বটি বড় পর্দায় আনতে পেরে আমি উচ্ছ্বসিত। জয়হিন্দ!’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো..