মানি লন্ডারিং আইনে সিআইডির মামলা
মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে হুন্ডি সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে গতরাতে সদর থানায় মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জেলা সিআইডির সহকারি পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে দায়ের মামলায় সুমনের স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমকেও আসামি করা হয়েছে।
ওই তিনজনের ব্যাংক হিসাবে প্রায় ৪২৯ কোটি টাকার অস্তিত্ব পাওয়া গেছে। স্ত্রী ও কর্মচারীর ব্যাংক হিসাবে লেনদেন কৃত অর্থও সুমন খানের বলে জানা গেছে। সুমন খান লালমনিরহাট শহরের কালীবাড়ি (মাস্টারপাড়া) এলাকার প্রয়াত বাচচু খানের ছেলে।
সিআইডির সহকারি পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমন খানকে‘শীর্ষ সন্ত্রাসী’ উল্লেখ করে বলা হয়, অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, দালান এবং অন্যান্য ব্যবসাসহ চোরাচালান, মাদককারবার, স্বর্ণ ও মুদ্রা পাচার বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধানের পর মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত প্রায় ১৪ বছরে সুমনের ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা লেনদেনের সন্ধান মিলেছে। এছাড়াতার স্ত্রীর নামে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকাএবং ওই আওয়ামীলীগ নেতার কর্মচারী মাসুমের ব্যাংক হিসাবে লেনদেন হয় ১৮৬ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১২৭ টাকা।
বৈধ আয়ের উৎস না থাকলেও ওই সব ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ এই অর্থ জমা, স্তনান্তর ও রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
দায়েরকৃত মামলাটি এজাহার হিসাবে নথিভূক্ত করে তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।