https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৩

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার গভীর রাতে সাতক্ষীরা শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ‘দৈনিক দিনকালকে’ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরো..