শুক্রবার বিকাল ৪টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. ওমর ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পূজা কমিটির ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ। আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের সুনাগরিক হিসেবে দেশ গড়তে আপনাদেরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।
যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের ব্যাপারে ইসলাম স্বাধীনতা দিয়েছে। আমরা যেমন আপনাদের উৎসব পরিদর্শনে এসেছি আপনারাও আমাদের উৎসবে যাবেন।