https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩২

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলে সতর্কতা সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার জবাবে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে। এতে ইসফাহান প্রদেশে বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন রিপোর্টে বলেছে, বেশ কয়েকটি শহরে ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। ওদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরনা বলেছে, আদ্রা এবং আল থালা সামরিক বিমানবন্দরে এবং একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে। ওই রাডার স্টেশনটি সিরিয়ার দক্ষিণে আদ্রা এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত। ইরাকে বাবেল এলাকায় আল ইমাম অঞ্চলে বিস্ফোরণ হয়েছে। তবে এসব বিস্ফোরণ কিসের আলামত তা পরিষ্কার নয়। ইরানের ইসফাহানে আছে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।

এর মধ্যে আছে সামরিক গবেষণা ও উন্নয়ন বিষয়ক স্থাপনা। আছে ঘাঁটিও। ফলে কৌশলগত দিক দিয়ে এ শহরটি গুরুত্বপূর্ণ। এ কারণে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে। এর পাশের শহর নাতাঞ্জ হলো ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ বিষয়ক গুরুত্বপূর্ণ স্থাপনার অন্যতম। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, তারা বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা বিষয়ক ব্যাটারি ফায়ার করেছে। ছোট কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের মহাকাশ বিষয়ক এজেন্সির একজন মুখপাত্র। তবে তিনি বিস্তারিত জানাননি। উদ্ভূত পরিস্থিতিতে তেহরান, ইসফাহান ও সিরাজ বিমানবন্দর সহ বেশ কিছু এলাকায় ইরানের ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে। আকাশ প্রতিরক্ষা বিষয়ক ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসফাহান বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের মিডিয়াগুলো জানিয়েছে। ফারস নিউজ এজেন্সিকে এক্ষেত্রে উদ্ধৃত করা হয়েছে।

আরো..