https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এছাড়া ট্রাইব্যুনালে বিচারকাজ করতে না চাওয়ায় বিচারপতি মো. শাহিনুর ইসলামকে হাইকোর্ট বিভাগে ফেরত আনা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে তাকে প্রদত্ত সকল নিরাপত্তা সুবিধাসহ সবকিছু বিধি মোতাবেক অব্যাহত থাকবে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যরা সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগে কর্মরত একজন বিচারপতি সমমর্যাদার বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

আরো..