নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলতে স্থবির হয়ে যাওয়া দেশ পুরোদমে আগের অবস্থায় ফিরছে। আজ বুধবার (৩১ জুলাই) থেকে দেশের সব অফিস, আদালত ও ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলবে।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়, আগামীকাল বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের বিচার কাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপিল বিভাগে বিচার কাজ চলবে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলবে সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ৪টা পর্যন্ত। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধস্তন আদালতের বিচার কাজ চলবে।
এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাফতরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।
গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয় এদিন। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী।
প্রথম দিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়।
নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়। অবশেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ফিরছে অফিস আদালত ও ব্যাংক।