বিনোদন ডেস্ক: আজ জীবনের ৭০ বছর পূর্ণ করলেন কোকিলকণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিন। চেয়েছিলেন সবাইকে নিয়ে এবারের জন্মদিন পালন করবেন। কিন্তু সেটা হলো না! জীবন্ত এই কিংবদন্তির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
জ্বলবে না মোমবাতি
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও আমার বাংলা মা’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’—দেশপ্রেমের এমন কালজয়ী সব গান যাঁর কণ্ঠে শোভা পেয়েছে, তিনি নিজেও ভীষণ দেশপ্রেমিক।
দেশের সাফল্যে যেমন হাসেন, তেমনি কাঁদেন ক্রান্তিলগ্নে। ক্যান্সারের মতো মারণব্যাধী জয় করে তিন মাস আগে (৩১ মে) দেশে ফিরেছেন। তার আগে প্রায় তিন মাস সিঙ্গাপুরের হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। এই ফিরে আসায় হাসি ফুটেছে তাঁর পরিবার-পরিজন, ভক্ত-শুভানুধ্যায়ীদের মুখে।
কথা ছিল, এবারের জন্মদিন ঘটা করে পালন করবেন। সাবিনার হাতে গড়া সংগীতসংশ্লিষ্টদের সংগঠন ‘রেশ’ থেকেও নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের পর সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তাঁরা। স্বয়ং সাবিনা ইয়াসমিন ভাবতেও পারেননি জুলাইয়ের হত্যাকাণ্ড তাঁকে এভাবে কাঁদাবে।
তিনি এখনো ভুলতে পারছেন না, নিরীহ ছাত্র-জনতার বুকের গুলির কথা। এখনো হাসপাতালে অনেকে চিকিৎসাধীন। তাঁদের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত। এমন অবস্থায় কোনোভাবেই জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘কত মায়ের বুক খালি হয়ে গেল।
কত পরিবার হয়ে গেল নিঃস্ব। আমিও মা, আমারও পরিবার আছে। দেশের এই পরিস্থিতিতে কখনোই আনন্দ-উল্লাস করার মানে হয় না। এই দেশকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। দেশের প্রত্যেকটি মানুষ আমার আপনজন। তাদের কিছু হলে আমি সহ্য করতে পারি না। এবারের জন্মদিনটা আমার মন খারাপের। আনুষ্ঠানিকভাবে তো নয়ই, ঘরোয়াভাবেও কেক কাটব না। জ্বালাব না কোনো মোমবাতি। বলতে পারেন, এটাও একটা প্রতিবাদ।’
এখন আর ওষুধ লাগে না
প্রথমবার তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়েছিল ২০০৭ সালে। উন্নত চিকিৎসার জন্য তখন সিঙ্গাপুর নেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসা শেষে গানে ফেরেন। এ বছর ২৩ ফেব্রুয়ারি জানা গেল, দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। এবারও সিঙ্গপুর গিয়েছেন চিকিৎসার জন্য। তিন মাসের বেশি সময় ধরে চিকিৎসা নেওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে জানালেন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘ক্যান্সার মারণব্যাধী রোগ হলেও মনের জোরে একে জয় করা যায়। এবার হয়তো অনেকেই ভেবেছিলেন, আমি আর ফিরব না। সিঙ্গাপুরে বসে তেমন খবরই পাচ্ছিলাম। তবে আমি ভেঙে পড়িনি। মানসিকভাবে প্রথমবারের চেয়ে এবার আরো বেশি শক্ত ছিলাম, যার ফল তো দেখতেই পাচ্ছেন। এখন আমার একটাও ওষুধ খাওয়া লাগে না। নিতে হচ্ছে না থেরাপিও।’
আবার চেকআপের জন্য সিঙ্গাপুর যাবেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি তো এখন ভালো আছি। শুধু শুধু যাব কেন? আল্লাহ না করুন, যদি শারীরিকভাবে অসুস্থবোধ করি তখন ভেবে দেখা যাবে। সবার দোয়া আছে আমার সঙ্গে। আশা করছি আর সমস্যা হবে না।’
ফিরবেন গানে
যে গান দিয়ে কোটি বাঙালির মনে স্থায়ী আসন পেয়েছেন, ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কারে, সেই গান থেকে অনেক দিন দূরে আছেন সাবিনা ইয়াসমিন। এখন পুরোপুরি সুস্থ হওয়ায় গানে ফিরতে বাধা নেই। বলেন, ‘প্রতিটি শিল্পীই চান মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত গাইতে। আমিও ব্যতিক্রম নই। তবে আগে দেশটা স্বাভাবিক হোক, মানুষের মুখে হাসি ফিরুক। তখন আমি আবার সবাইকে গান শোনাব।’