https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯

আগে সিরিজ, পরে বিশ্বকাপ: দল গঠনের ব্যাখ্যা দিলেন রাজ্জাক

স্পোর্টস রিপোর্টার: ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না’। বিপিএলে দেশি ক্রিকেটারদের অনেকেই ‘নগর পুড়িয়েছেন’। অর্থাৎ বাজে পারফরম্যান্স করেছেন। তার প্রতিদানে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে। সেটি যেন ‘দেবালয়’ হারানোর মতো বিষাদেরই নামান্তর। আর যারা ভালো করেছেন, তাদেরকে ঘরের মাটিতে সিরিজ খেলার সুযোগ দিয়ে হাতেনাতে পুরস্কার দেওয়া হয়েছে।

তবে এই জায়গাতে ভিন্ন কিছুও দেখা গেছে। রানখরায় ভুগতে থাকা সাকিব আল হাসান রানে ফিরেছেন, করছেন দুর্দান্ত বোলিং। তবুও তাকে সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছে। সবকিছু নিয়ে দল গঠনের ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

গতকাল চট্টগ্রামে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্জাক। সাকিবের বিষয়ে তিনি বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে, অবশ্যই তার ইনজুরি। ইনজুরির কারণে সে সময় নিচ্ছে। এজন্য ছুটি চেয়েছে। সে ভালো চিকিত্সা করবে সম্ভবত।’ তবে ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি চাইলেও তার আগে ঠিকই বিপিএলে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই বিষয়ে রাজ্জাক বলেছেন, ‘এটা মেডিক্যাল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিক্যাল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব।’ বিপিএলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আরো বলেন, ‘ওর এরকম সমস্যা চলছে। মেডিক্যাল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে চলেছি। এই আর কিছু না।’

এ দিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণার পর থেকেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে। কেন তাকে টি-টোয়েন্টি চুক্তিতে রাখা হলো না, এমন প্রশ্ন বাতাসের গতিতেই ছুটছে। তাহলে কি রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখা হবে না? সে বিষয়ে রাজ্জাক বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তির সঙ্গে দলে জায়গা করে নেওয়ার কোনো মিল নেই। সাধারণত আগের বছর দেখে কেন্দ্রীয় চুক্তি হয়। গেল বছর রিয়াদ ওরকম টি-টোয়েন্টি খেলেনি। এখন দেখে মনে হয়েছে, ভালো খেলছে, ভালো অবস্থানে আছে। এজন্য তাকে স্বাভাবিকভাবে দলে রাখা হয়েছে। পরে ভালো খেললে অবশ্যই বিশ্বকাপ দলের জন্য চিন্তায় রাখা হবে।’ চলতি বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৭৬ রান করেছেন মোহাম্মদ নাঈম শেখ। তাতে আসন্ন সিরিজেও ডাক পেয়েছেন। তাকে নিয়ে রাজ্জাক বলেন, ‘নাঈম শেখ বিপিএলে রান তোলার দিক থেকে খুব ভালো অবস্থানে আছে। ভালো খেলছে। এজন্য দলে নেওয়া হয়েছে।’ ‘আর মেহেদী মিরাজের জায়গাটা—এই মুহূর্তে দলের মধ্যে দুই জন অফস্পিনার রাখা কঠিন। শেখ মেহেদী টি-টোয়েন্টির জন্য বিশেষ বিবেচনায় থাকে। এজন্য সে আছে আর মিরাজ নেই।’, তাদের বিষয়ে জানান এই নির্বাচক।

এই বিপিএল দিয়ে চমক জাগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, এনামুল হক বিজয়রা। তাতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা। বোলারদের মধ্যে তেমনটি করেছেন আলিস আল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলা এই লেগস্পিনার এখন টাইগারদের বড় চমক। আলিসের বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্জাক চওড়া হাসি দিয়ে বলেন, ‘ভালো বোলিং করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আনঅর্থডক্স। আমরা দেখতে চাচ্ছি, কেমন করে। যদি সে ভালো করে তাহলে সেটি দলের জন্য ভালো হবে।’

শ্রীলঙ্কা সিরিজের তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডের জন্য দল ঘোষণার ব্যাপার নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ।’ এ দিকে নিজের বিষয়ে তিনি বলেন, ‘এটা সবাই জানে যে, থ্যাংকসলেস জব। ঐ প্রশ্নের মুখোমুখি হতে হবে, সে কেন নাই, ও কেন আছে। সবাই জানে কেন নাই, তা-ও প্রশ্নের জবাব দিতে হয়। এটা এমনই চ্যালেঞ্জিং।’

আরো..