https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮

আখালিয়ায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ডস্থ, আখালিয়া নতুন বাজারস্থ জামেয়া দারুল কোরআন নূরানিয়া ও হাফিজিয়া সিলেট, কর্তৃক পরিচালিত আয়োজিত আলহাজ্ব সিকন্দর আলী তালুকদার সাহেবের স্বরণে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে স্কুল মাদরাসার নানা বয়সী শিক্ষাথীরা অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। ২৬ শে রমজান ( ৬ এপ্রিল ) শনিবার মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। সৌজন্যে এম. এ. রউফ সাহেব লন্ডন প্রবাসী ও আল-মাহমুদ ছাত্র সংসদ। জামেয়া দারুল কোরআন নূরানিয়া ও হাফিজিয়ার প্রিন্সিপাল ও ‘মুহতামিম’ মাওলানা ঈসা সালমান খান সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলনা সালমান আহমেদ সুমন আলী ও হাফিজ মাওলনা কামরুল ইসলাম এর যৌথ পরিচলানয়, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আখালিয়া নতুন বাজার ব্যাবসায়ী ও মালিক সমিতির সভাপতি মো: দিলোয়ার হোসে জয়, বিশিষ্ট ব্যবসায়ী মাওলনা জুনায়েদ আহমদ, মাওলনা ওলিউর রহমান খান, প্রবাসী রুহেল আহমদ, বিশিষ্ট মুরব্বী মখদ্দুশ আলী তালকুদার, এলাকার বিশিষ্ট মুরব্বী, আব্দুস ছত্তার, আব্দুল খালিক , মাতাব মিয়া, আসাব উদ্দিন, রাজু মিয়া, নতুন বাজার জামে মসজিদের মুতায়াল্লী আব্দুল আহাদ, সাবেক মুতায়াল্লী আব্দুল মান্নান, ইফতার মাহফিলে প্রিন্সিপাল ও ‘মুহতামিম’ মাওলানা ঈসা সালমান খান এর অনুমতিক্রমে দোয়া পরিচালনা করেন মাওলনা মুফতী ফয়জুল হক জালালাবাদী। ইফতার মহাফিলে প্রায় শয়শত মানুষ অংশগ্রন করেন।

আরো..