https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯

আইসিসি থেকে সুসংবাদ পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে সময়টা ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এখনও নামের সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটে ৪০ রানের বিপরীতে বল হাতে ১ উইকেট পেয়েছেন চার ম্যাচে। তবে নিজের এমন বাজে সময়েও আইসিসি থেকে সুসংবাদ পেলেন টাইগার অলরাউন্ডার।

আজ আইসিসির র‌্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি। বিশ্বকাপের পর কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২০৬। এদিকে বিশ্বকাপ জিতানো হার্দিক পান্ডিয়া চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ছয়ে।

এদিকে সাকিবের মতো এক ধাপ করে উন্নতি হয়েছে- সিকান্দার রাজা ৩ নম্বর, মার্কাস স্টয়নিশ ২ নম্বর ও মোহাম্মদ নবীর ৫ নম্বর। অলরাউন্ডাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অপরদিকে ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভারতের অধিনায়কত্ব করা শুবমান গিল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৭০ রান করা গিল ৩৬ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে আছেন। অন্যদিকে সিরিজে ১৪১ রান করা জয়সোয়াল ৪ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন। তবে শীর্ষ দুই স্থানে কোনো পরিবর্তন নেই। ৮৪৪ রেটিং নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের পরেই আছেন সূর্যকুমার যাদব।

অবশ্য এক ধাপ এগিয়ে সূর্যের রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টও। ৭৯৭ পয়েন্টে দুজনই এখন যৌথভাবে শীর্ষ দুইয়ে। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ে কোনো পরিবর্তন নেই।

আরো..