https://www.a1news24.com
২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ইতোমধ্যেই হেরেছে স্বাগতিকরা। দলগত বাজে পারফরম্যান্সের মধ্যেও একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো উজ্জ্বল। ব্যাটে-বলে পারফর্ম করা সেই ক্রিকেটাররা আইসিসি থেকে পেয়েছেন সুখবর।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। সেই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে জ্যোতির। বর্তমানে তিনি রয়েছেন ১৬তম স্থানে।

ওয়ানডেতেও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাবেয়া খান ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৭তম স্থানে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন মারুফা আক্তার। অজি ব্যাটার এলিসা পেরি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ম স্থানে। এছাড়া বোলারদের মধ্যে কিম গার্থ ৫ ধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে।

আরো..