খেলাধুলা রিপোর্ট: চলমান আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত মাঠে নামছেন এই টাইগার পেসার। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর তাই আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন ফিজ। সেইসঙ্গে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার (১৭ এপ্রিল) মোস্তাফিজ প্রসঙ্গে গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মোস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমাদের চিন্তার বিষয় হলো মোস্তাফিজের ফিটনেস। তারা চাইবে তার থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মোস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানো না, এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়েই ওকে প্ল্যান দেবো। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।’