পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের উদ্যোগে দরিদ্র-অসহায়দের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত ৯টায় নগরীর মজুমদারী এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সভাপতি মো: মুজাক্কির হোসাইন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী গোলাম রাব্বানী।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক এ বি মজুমদার রনির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ সাউদিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ খোকন, যুব সংগঠক বিপ্র দাশ বিশু বিক্রম, শিক্ষক মুহিত খান প্রমুখ। বিজ্ঞপ্তি