ক্রীড়া রিপোর্ট: হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মূলত ব্যাটারদের ব্যর্থতায় দলে এমন ভরাডুবি হয়েছে। তাই ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।’
হারে জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে এই টাইগার অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।’
পরের ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করবো কিভাবে পরের ম্যাচে ভালো করা যায়।’