নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। শারীরিকভাবে অসুস্থ জানিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার (৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করার বিষয়টি জানা যায়।
পদত্যাগপত্রে আমিন উদ্দিন বলেছেন, ‘আমি এই মূহুর্তে শারীরিকভাবে খুবই অসুস্থ। দায়িত্ব পালনে অনাগ্রহী। খুব দ্রুত আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন।’
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা পদত্যাগ করা শুরু করেন। পুলিশের মহাপরিদর্শককে পাঠানো হয় অবসরে। বদলি করা হয় প্রশাসনের বিভিন্ন স্তরে। বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আবু মোহাম্মাদ আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছিলেন।