নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা হওয়ার পর অধ্যাপক ড. মো. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা তড়িঘড়ি প্রত্যাহার আইনসঙ্গত হয়েছে কি-না, সে বিষয়ে বৃহত্তর শুনানির জন্য লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। আগামী ১৯ নভেম্বর এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ড. ইউনূসের আবেদনের প্রেক্ষিতে তিন যুক্তিতে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
গত ৩ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়।
সকালে আপিল বিভাগে মামলাটির শুনানি হয়। আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছে। তিন যুক্তিতে আপিল বিভাগ আবেদন মঞ্জুর করেছে।
আবেদনের একটি যুক্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার করা হয়েছে – এমন প্রশ্ন যাতে কখনো না ওঠে সে কারণে আবেদনকারীর এ আবেদন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর গত ১১ আগস্ট ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকার বিচারিক আদালত ওই আবেদন মঞ্জুর করে।
এ মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের প্রায় ২৫ কোটি টাকা লভ্যাংশ আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। মামলায় গত ১১ সেপ্টেম্বর বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল।
এর আগে গত ৭ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় কারাদণ্ড থেকে খালাস পান ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেয়।