https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০

অভিমান ভুলে আবার জাতীয় দলে ফিরতে চান রোমান, দিয়েছেন চিঠি

স্পোর্টস ডেস্ক: অভিমান ভুলে জাতীয় দলে ফিরতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছেন আর্চার রোমান সানা। ফেব্রুয়ারিতে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে আর্থিক সুবিধাসহ অনান্য সুযোগ না পাওয়ার কথা বলেছিলেন। যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয় রোমান ও ফেডারেশন কর্তার বক্তব্যে।

ক্ষমা চেয়ে চিঠি দিলে বিবেচনার কথা বলেছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। প্রায় তিন মাস পর জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে ফেডারেশনে চিঠি দিয়েছেন রোমান। ২ মে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। তবে সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। কবে সেই সভা তা এখনও চূড়ান্ত হয়নি।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘গত ২ মে রোমান সানার চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। রোমানের চিঠি সভাপতি মহোদয় দেখবেন। সামনে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা আছে সেখানে বিষয়টি আলোচনা হবে।’

আরো..