বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বড়পর্দায়ও দর্শক মাতিয়েছেন তিনি। আবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও সক্রিয় দেখা গেছে এ তারকাকে। আর অভিনয়গুণে এপার বাংলা ছাপিয়ে এখন ওপার বাংলা পশ্চিমবঙ্গেও সমান খ্যাতি অর্জন করে নিয়েছেন মোশাররফ করিম।
১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’-এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ হয় মোশাররফ করিমের। ফেরদৌস হাসানের পরিচালনায় এ নাটকের মাধ্যমে অভিষেক হলেও কয়েক বছর পর ২০০৪ সাল থেকে নিয়মিত পথচলা শুরু হয় তার। তারপর বিখ্যাত টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন এ অভিনেতা।
এরপর থেকে বিভিন্ন নাটক ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে থাকেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ভবের হাট’, ‘ঘর-কুটুম’, ‘জিম্মি’, ‘দুই রুস্তম’, ‘অন্তনগর’, ‘ফ্লেক্সিলোড’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘আউট অফ নেটওয়ার্ক’, ‘সাদা গোলাপ’, ‘৪২০’, ‘সন্ধান চাই’, ‘ঠুয়া’, ‘লস’, ‘সিটি লাইফ’ ও ‘বিহাইন্ড দ্যা সিন’।
দীর্ঘ ক্যারিয়ারে একের পর ব্যবসাসফল কাজ উপহার দিলেও এরই মাঝে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন মোশাররফ করিম। মূলত ক্লান্তিবোধ থেকেই অভিনয় ছেড়ে দেয়ার ভাবনা ছিল তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেন, ক্লান্তি লাগে। তবুও দিনশেষে আমি এটা উপভোগ করি। অনেকবার ভেবে দেখেছি এটা ছেড়ে দেব এবং অন্য কিছু করব। কিন্তু অন্য কী করব, সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরি।
এর আগে তিনি বলেন, আমি খুব একটা গোছালো মানুষ না, এটা বড় সমস্যা। গোছালো মানুষরা একসঙ্গে কয়েকটি কাজ করতে পারে, ডিসিপ্লিনওয়াইজ। কিন্তু আমি তো তেমন না। এ কারণে অনেকগুলো কাজ আমি একসঙ্গে করতে পারি না। একটি কাজ করতে গিয়েই হিমশিম খেয়ে পড়ি। টাইম ম্যানেজমেন্ট আমার ভালো না।
প্রসঙ্গত, দীর্ঘদিনের ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার এবং আভাঙ্কা চলচ্চিত্র উৎসবসহ দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন মোশাররফ করিম।